• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

আবার ও সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

  • ''
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২৪

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

আবার ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। রোববার বিকালে উপজেলার ভারত সীমান্তবর্তী নগরবন্নী এলাকার মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের কাছ থেকে ৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ওজন ৩ কেজি ৫৫৮ গ্রাম। এছাড়া তাদের ব্যবহারিত একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। আটককৃতরা হলো,মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের বদিয়ার রহমানের দুই ছেলে জুয়েল রানা (২৭) ও সুমন হোসেন (২৫)। ৫৮ বিজিবি পরিচালক এইচ এম সালাহউদ্দীন চৌধুরী জানান,বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি সদস্যরা।

রোববার দুপুর ২টার দিকে দুইজন চোরাকারবারি মোটরসাইকেলযোগে নগরবন্নী এলাকা দিয়ে বেপরোয়াগতিতে মহেশপুর থেকে সীমান্তের দিকে যাচ্ছিল। এসময় বিজিবির সদস্যরা তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। সেসময় মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৩ কেজি ৫৫৮ গ্রাম। আনুমানিক মূল্য ৩ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার ও নিজ জিম্মায় রাখায় আটককৃত আসামীদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গত ১৭ এপ্রিল মহেশপুর পলিয়ানপুর সীমান্ত থেকে ৪০ টি বার যার ওজন সাড়ে ৪ কেজি উদ্ধার করে। এসময় জসিম উদ্দিন ও হুমাযু করিব কে আটক করা হয়। গত ২ মার্চ মহেশপুর এলাকা থেকে ৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৩৫ লাখ টাকা। সীমান্ত পিলার ৫১ থেকে বাংলাদেশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে মাটিলা বিওপির সদস্যরা স্বর্ণগুলো উদ্ধার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads